সংবিধান সংশোধন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


সংবিধান সংশোধন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের টানা সাড়ে তিন দিনের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানার আগে মন্তব্য করতে নারাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, “দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বেশিরভাগ দলই এই ব্যবস্থাকে সমর্থন করলেও, এর গঠন প্রক্রিয়া ও ক্ষমতার কাঠামো নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।"


সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি তাদের ৩১ দফার ভিত্তিতে উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষে ১০০টি আসন থাকবে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। নারী সংরক্ষিত আসনের মতো অনুপাত ভিত্তিক মনোনয়ন ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত থাকবে।


তিনি আরও বলেন, “কেউ পিআর (Proportional Representation) পদ্ধতি চান, আবার কেউ সাধারণ ভোটাভুটির মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে—সংসদের আর্থিক সক্ষমতা ও বাস্তব প্রয়োজনীয়তা নিয়েও। অনেক দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে।”


আলোচনায় সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং গণভোট নিয়েও বিস্তর মতবিনিময় হয়েছে। সালাহউদ্দিন আহমদ জানান, তিনি একটি অতিরিক্ত প্রস্তাব দিয়েছেন, যা প্রায় সব দলের সম্মতি পেয়েছে।


তিনি বলেন, “আমরা কমিশনের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। সিদ্ধান্ত জানার পরই বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে—সমর্থন করবে নাকি বিরোধিতা করবে, তা তখন জানানো হবে।”


আরএক্স/