শুভেচ্ছা বিনিময় করতে চরমোনাই দরবারে এসেছি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে মূলত আমরা এসেছি উনাদের সাথে কথা বলতে। মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করতে। সার্বিকভাবে বাংলাদেশে বর্তমান সময়ের সংস্কৃতি, আমাদের ধর্ম, রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব।
সোমবার (১৫ জুলাই) রাতে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারাদেশে শুরু করেছে। পুরো একমাস পদযাত্রাটি চলমান থাকবে। পদযাত্রায় আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য ৬৪টি জেলায় যাওয়া। সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে দুঃখ-দুর্দশায় জর্জরিত, চব্বিশের গণঅভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্খা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কীভাবে আমরা সেটা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং সেই জন্য এই পদযাত্রা।
আরও পড়ুন: ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে প্রতিবাদ
তিনি বলেন, পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি সেখানকার ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ-মাদরাসা, আমরা সব জায়গায় সাক্ষাৎ করছি। তারই ধারাবাহিকতায় আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলের পীর সাহেব চরমোনাইয়ের দরবারে আমরা এসেছি। রাজনৈতিকভাবেও গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন শরিক ছিলেন। আজকে এই দরবারে এসেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এই দরবার বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এনসিপি নেতাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীমসহ চরমোনাই মাদরাসার সিনিয়র শিক্ষকরা।
এসনিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদী, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাছিব আর রহমান, আলামিন টুটুল প্রমুখ।
আরও পড়ুন: চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী
এর আগে এনসিপির নেতৃবৃন্দের গাড়ি মাদরাসা ময়দানে পৌঁছালে শিক্ষার্থীরা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৫ জুলাই সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের নগর ভবনের সামনে সমাবেশ করবে এনসিপি। বিকেলে তারা গাড়িযোগে রূপাতলী নথুল্লাবাদ হয়ে অমৃত লাল দে কলেজের সামনে নেমে পদযাত্রা সহকারে সমাবেশস্থলে যাওয়ার কথা রয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে প্রতিবাদ

চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী

সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র কি না, ভাবার যথেষ্ট কারণ আছে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি নিয়োগে যে প্রস্তাব বিএনপির
