চাঁদাবাজির অভিযোগে ডিবি অভিযানে স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১৬ই জুলাই ২০২৫

ঢাকার সাভারে চাঁদাবাজির অভিযোগে আব্দুল হালিম হৃদয় ওরফে দয়াল বাবু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: সাভারে ভূমি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা
বুধবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন। এর আগে আজ ভোরে সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হালিম হৃদয় ওরফে দয়াল বাবু (৩৫) আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচট এলাকার মৃত আহসান উল্লাহ ভাষানীর ছেলে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য।
এ ব্যপারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, বিষয়টি আমি শুনেছি আজ সকালে ডিবি তাকে গ্রেফতার করেছে।
তার ব্যাপারে কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সে তো এমন করার কথা নয় সে ছেলে হিসেবে ভালো হয়তো কোন ভুল বুঝাবুঝির কারনে এমনটি হয়ে তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।
আরও পড়ুন: সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ‘কথিত’ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
এ ব্যপারে, ঢাকা জেলা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, দয়ালের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় আজ ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এসডি/