জুলাই শহিদ দিবস উপলক্ষে বাইতুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫


জুলাই শহিদ দিবস উপলক্ষে বাইতুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত
ফাইল ছবি:

জুলাই শহিদ দিবস উপলক্ষে জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ জুলাই)  )বাদ যোহর ১টা ৩০ মিনিটে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।


অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এ বিশেষ দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করা হয়।


উল্লেখ্য, জুলাই শহিদ দিবস উপলক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিকে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার অনুরোধ জানানো হয়।


এসডি/