গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও শিক্ষার্থীদের বিক্ষোভ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া এলাকায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলা শহর। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পাছাপ) এবং সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে খাগড়াছড়ি পৌর এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী ও সচেতন নাগরিক সমাজ অংশগ্রহণ করেন। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমবেত হন।
সমাবেশে বক্তারা বলেন, “এটি শুধু একজন শিক্ষার্থীর ওপর বর্বরতা নয়, পুরো আদিবাসী সমাজের অস্তিত্বের ওপর আঘাত। এ ঘটনার ন্যায়বিচার না হলে পাহাড়ে বসবাসরত নারীদের জন্য ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রী সম্প্রতি ভাইবোনছড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই স্থানীয় উৎসবে অংশগ্রহণের পর রাতে কয়েকজন রাজনৈতিক পরিচয়ধারী যুবক পরিকল্পিতভাবে ওই বাড়িতে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং হত্যার চেষ্টা চালায়। বর্তমানে শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, অভিযুক্তরা সক্রিয়ভাবে স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এই ঘটনার পর এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
বিক্ষোভকারীদের দাবিসমূহ:
১. অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি
২. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত
৩. ভুক্তভোগীর মানসিক ও চিকিৎসা সহায়তা প্রদান
৪. পার্বত্য চট্টগ্রামে নারীর নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ
সমাবেশে বক্তৃতা করেন পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষকদের প্রতিনিধি, নারী অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনের নেতারা। তারা বলেন, “পাহাড়ে বসবাসরত আদিবাসী নারীরা বারবার সহিংসতার শিকার হচ্ছেন। অথচ বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং প্রশাসনের নীরবতা এসব ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহিত করছে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকদের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত করো’ — এমন নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড বহন করেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় শহরের রাস্তাঘাট।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে দ্রুত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা, গ্রেপ্তারে পুলিশি অভিযান

কুলাউড়া সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু
