ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে: নাহিদ ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

আরও হামলা চালানো হলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) থামানো যাবে না বলে হঁশিয়ারি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, আরও ১০টা জায়গায় হামলা চালানো হবে তারপরেও আমাদের থামানো যাবে না।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ষড়যন্ত্র করে বিএনপির কাঁধে দুর্নাম দেওয়া হচ্ছে: হাচান চৌধুরী
এ সময় নাহিদ ইসলাম বলেন, সামনে আরেকটি লড়াই আসছে। সবাই সতর্ক থাকবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান।
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু দখলসহ বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করা হবে। নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এমএল/