প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

গোপালগঞ্জে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তবে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "গোপালগঞ্জের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে একজনের মরদেহ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে মারা গেছে। তার ময়নাতদন্ত করা হচ্ছে। আর বাকি যারা মারা গেছেন, তাদের মরদেহ স্বজনেরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।"
তিনি আরও বলেন, "এই ঘটনার পেছনে প্রশাসনের কোনও গাফিলতি ছিল কি না, সেটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্তে কারও দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, "ইমিগ্রেশন বিভাগে জনবল চাহিদা সম্পর্কে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে এখনো বিস্তারিত কোনও তথ্য আমার কাছে নেই।"
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে একটি ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হন, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

জুলাই গণ-অভ্যুত্থান: দেশজুড়ে ২০ জুলাই চলচ্চিত্র প্রদর্শন

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসায় স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্ট
