‘যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫


‘যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পদযাত্রা প্রচারণাকালে দলটির একজন সংগঠক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম মো. তানভির কাদের শিকদার।


তানভির কাদের শিকদার জানান, “২০২৪ সালে আমি যে স্থানে গুলিবিদ্ধ হয়েছিলাম, আজ আবার ঠিক সেখানেই হামলার শিকার হলাম। হামলার পর রক্তাক্ত অবস্থায় আমি অজ্ঞান হয়ে পড়ি।”


এনসিপি সূত্রে জানা যায়, ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকাল থেকে জলদী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি এসে পদযাত্রার ব্যানার কেড়ে নেয় এবং প্রতিবাদ করায় তানভির কাদের শিকদারকে মারধর করে।


আহত তানভির কাদের শিকদার দাবি করেন, “রাতে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা আমাকে জিজ্ঞাসা করে আমি এনসিপির কর্মী কি না। উত্তর দেওয়ার পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে এবং ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়।”


এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এদিকে এনসিপির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে।


আরএক্স/