লামিমার কারণে বিয়ে হচ্ছে না শিমুলের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর দর্শকপ্রিয় দুই চরিত্র শিমুল ও লামিমার স্ক্রিন কেমিস্ট্রি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। নাটকে তাদের রসায়ন এতটাই বাস্তব মনে হয় যে, অনেকেই ধরে নিয়েছেন তারা হয়তো বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িত। এমনকি গুজব ছড়িয়েছে, এই সম্পর্কের কারণেই নাকি শিমুলের বিয়ে আটকে আছে!
তবে এসব গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন শিমুল। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে স্পষ্টভাবে বলেন, “মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু তেমন কিছুই না। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। লামিমা শুধুই সহশিল্পী।”
মজার ছলেই শিমুল বলেন, “সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড, আর তার জন্যই আমার বিয়েও আটকে গেছে! বাস্তবে শুটিংয়ের বাইরে আমি ওনাকে ‘আপু’ বলে ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন।”
শিমুল আরও জানান, পর্দার পেছনে তাদের সম্পর্ক খুব পেশাদার এবং বন্ধুত্বপূর্ণ। তিনি বলেন, “দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন, তাই আমরা সেই দায়িত্ববোধ থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করি। স্ক্রিন কেমিস্ট্রিই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
প্রসঙ্গত, কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বর্তমানে পঞ্চম সিজনে পৌঁছেছে। এই ধারাবাহিকের শুরু থেকেই শিমুল অভিনয় করছেন নিয়মিত। তার সঙ্গে রয়েছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, ইশতিয়াক রুমেল, মনিরা মিঠু, লামিমা, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি বর্তমানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবে প্রচারিত হচ্ছে।
আরএক্স/