উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ১৭১ জন আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এসব তথ্য জানায়।
হাসপাতালভিত্তিক হতাহতদের তালিকা:
- কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
- জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
- সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
- লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১, নিহত (তথ্য অনির্দিষ্ট)
- উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
- উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
আইএসপিআর জানায়, দুর্ঘটনার সময় বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেন ঘনবসতি থেকে দূরে বিমানটি নিয়ে যেতে, যাতে বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়। কিন্তু শেষ মুহূর্তে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটিতে ওই সময় বহু শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার যুক্ত হয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হতাহতদের চিকিৎসায় জরুরি রক্ত প্রয়োজন হওয়ায় আইএসপিআর একটি জরুরি হেল্প সেল চালু করেছে। রক্তদানে আগ্রহীদের বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৭৬৯-৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপ চালু)
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকার মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।