মাইলস্টোন ট্রাজেডি:

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আবেগাপ্লুত মুসল্লিরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫


বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আবেগাপ্লুত মুসল্লিরা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন ছিল দেশের মসজিদগুলোতে। এসময় মুসল্লিরা নিহত ও আহতদের স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।


শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের সব মসজিদে এ আয়োজন ছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুযায়ী।


আরও পড়ুন: দগ্ধদের চিকিৎসা সেবা শুরু করল চীনা বিশেষজ্ঞ দল


এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রতিষ্ঠানটির হায়দার আলী নামে দোতলা ভবনে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্ফোরণ ঘটে। এসময় ভবনটিতে থাকা প্রাইমারি ও মাধ্যমিকের  শিক্ষার্থীসহ শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলে প্রায় দেড় শতাধিক মানুষ  দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


এমএল/