সভা-সমাবেশ বিষয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
আরও পড়ুন: নেপালে আজ দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ
ডিএমপি আরও জানিয়েছে, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।
এর আগে প্রধান উপদেষ্টা ও সচিবালয় এলাকায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিয়ন্ত্রণে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব
