নেপালে আজ দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ

নেপালে আজ দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ
বিজ্ঞাপন
নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিকেল ৩:০৫ মিনিট ও ৫:৪৫ মিনিটে দুটি নিয়মিত ফ্লাইট নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনবে।
নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বর্তমানে ডিফেন্স কলেজের ৫১ সদস্যের শিক্ষাসফর দল, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ বাংলাদেশি, এবং আনুমানিক ৪০০ পর্যটক দেশটিতে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একই দিনে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলও ঢাকায় ফিরে আসবে।
আরএক্স/








