আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ২৭শে জুলাই ২০২৫

যে কোন মূল্যে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এসময় জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও জানান ।
রবিবার (২৭ জুলাই) শেরপুর শহরের থানা মোড়ে মুক্ত মঞ্চে আয়োজিত জুলাই পদযাত্রা সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার প্রোগাম অনুষ্ঠিত হচ্ছে।
এসময় তিনি সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ ছাড়াও বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এসময় তিনি আরও বলেন, জুলাি অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও ১নং যুগ্ন সমন্নয় কারী আলমগীর কবির মিথুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
