মাইলস্টোন ট্রাজেডি: এবার চলে গেল ছোট্ট আয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরেক কিশোরের নাম সাহিল ফারাবি আয়ান (১৪)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়া আয়ান নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন গত কয়েকদিন। রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আয়ানের চাচা ডা. মোস্তফা কামাল আরেফিন জানান, 'আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। তারা পরিবারসহ মিরপুরের মধ্য মনিপুর এলাকায় বসবাস করেন। আয়ান ছিল পরিবারের প্রাণ। গত কয়েকদিন তার জন্য পুরো পরিবারে শোকের ছায়া ছিল। আর এখন তো সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলে'।
এ নিয়ে এই ঘটনায় শুধু জাতীয় বার্ন ইনস্টিটিউটেই মারা গেলেন ১৮ জন। বিভিন্ন হাসপাতাল মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪-এ। এখনো চিকিৎসাধীন ৪৬ জন, যাদের মধ্যে তিনজন আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
এসড/