ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ: নাহিদ ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও মাওলানা ভাসানী সংগ্রাম করেছেন।”
সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইল শহরের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাঁর আদর্শকে ধারণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে কাজ করছি।”
তিনি বলেন, “এনসিপির যে দর্শন ও চিন্তা, তার মধ্যেই মাওলানা ভাসানীর আদর্শ প্রতিফলিত হয়েছে। আমরা তাঁকে বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা হিসেবে দেখি এবং তাঁর পথ অনুসরণ করেই সামনে এগিয়ে যেতে চাই।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরএক্স/