মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে 'মায়ের ডাক' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো অবস্থান দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।’
মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজেই আসে না।’
গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ রয়েছে। তাদের জন্য কিছু না করলে আমরা সবাই দায়ী থাকব।’
তিনি অভিযোগ করে বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।
এ সময় বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান দলটির মহাসচিব।
এসডি/