শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৪ পিএম, ৩১শে জুলাই ২০২৫


শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায়
ফাইল ছবি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ শেখ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান বা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দেশের রাজনীতিতে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই পরিবারের অধিকাংশ সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে উঠেছে।


বিশ্বস্ত সূত্র ও গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের দিনই তিনি ঢাকা ত্যাগ করেন। তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন, তবে তিনি কোথায় অবস্থান করছেন, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী, তাই তার গন্তব্য হতে পারে যুক্তরাজ্যও।


শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অনুদান তহবিল ও ট্যাক্স ফাঁকি সংক্রান্ত তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সূত্র।


প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার নামে যুক্তরাষ্ট্রে ১৩টি বাড়ি ও শপিংমলের মালিকানা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জব্দের উদ্যোগ নিয়েছে। তিনি মাঝে মাঝে ফেসবুক লাইভে বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ ভারতে ঈদ উদযাপন করেছেন।


শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের কারণে ভারতে অবস্থান করছেন।


শেখ সেলিমের অবস্থান এখনও স্পষ্ট নয়। ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, তিনি বাংলাদেশেই আত্মগোপনে রয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।


তার ভাই শেখ ফজলুল হক মনির দুই ছেলে – শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস – সরকারের পতনের আগে দেশ ছেড়েছেন। জানা গেছে, তাপস সিঙ্গাপুরে গেছেন এবং পরশ-এরও বিদেশে যাওয়ার তথ্য রয়েছে।


শেখ ফজলুর রহমান মারুফ, যিনি পূর্বে ক্যাসিনোকাণ্ডে আলোচনায় এসেছিলেন, বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।


তাদের আত্মীয় ও যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আত্মগোপনে আছেন এবং আরেক ঘনিষ্ঠ নেতা হেলাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।


এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যদের কেউ কেউ ভারতে পাড়ি দিয়েছেন, আবার কেউ কেউ ঢাকায় আত্মগোপনে রয়েছেন।


সরকার পতনের পর শেখ পরিবারের কেউই আর প্রকাশ্যে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ভূমিকায় নেই। তবে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তাদের সম্পদ লেনদেন ও বিদেশি সম্পত্তির তদন্ত এখনও চলছে এবং অবস্থান গোপন রাখার চেষ্টাও অব্যাহত রয়েছে।


সূত্র: বিবিসি


আরএক্স/