যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১লা আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে, সেগুলোতে দেশের স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “চুক্তিগুলো নন-ডিসপোজাল (অপ্রকাশ্য) হওয়ায় সবকিছু এখন বলা যাচ্ছে না। তবে স্পষ্টভাবে জানাতে চাই—বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো সামরিক বা অন্য কোনো চুক্তি হয়নি। এটি সরকারের একটি কূটনৈতিক সফলতা।”
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার কমানোর সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শফিকুল আলম বলেন, “২০ শতাংশ শুল্ক আরোপ করলেও যুক্তরাষ্ট্র এতে কোনো অতিরিক্ত শর্ত দেয়নি। বিষয়গুলো আরও সহজ করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের শুল্ক এখন অনেকটাই সমপর্যায়ে রয়েছে। ফলে বাণিজ্যে আমরা পিছিয়ে পড়ছি না, বরং ঝুঁকিও ক্রমেই কমে আসছে।”
প্রেস সচিবের এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশ স্বার্থ রক্ষা করে এগোচ্ছে এবং ভবিষ্যতে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুসংহত হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
