বাড্ডায় রিয়াদের আরেকটি বাসা থেকে উদ্ধার নগদ টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৫ পিএম, ৩১শে জুলাই ২০২৫


বাড্ডায় রিয়াদের আরেকটি বাসা থেকে উদ্ধার নগদ টাকা
ফাইল ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ রাজধানীর বাড্ডায় তার আরেকটি গোপন বাসার সন্ধান পেয়েছে পুলিশ। সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।


এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। বাড্ডায় তার আরও একটি বাসার খোঁজ পাওয়া গেছে, সেখান থেকেই নগদ টাকা উদ্ধার করা হয়েছে।”


এর আগে ঢাকার গুলশান, বনানী ও অন্যান্য এলাকায় সাবেক সংসদ সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। জানা গেছে, মাসখানেক আগে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের গুলশানের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ‘মব’ তৈরি করে হামলা চালান রিয়াদ ও তার দল। নগদ টাকা না পেয়ে জোর করে ড্রয়ার থেকে চেক বই বের করে ১১টি চেকে মোট ৫ কোটি টাকার চেক লিখে নেয় তারা।


ওই ঘটনার বিষয়ে সাবেক এমপির প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্যালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার সময় নিরাপত্তার অভাবে তারা কিছু করতে পারেননি। চেক আদায়ের বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে।


ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট (কলাবাগান) জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, “চেক জোর করে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”


এদিকে, শুলশান থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “রিয়াদসহ গ্রেপ্তারদের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।”


গত ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আবদুর রাজ্জাক রিয়াদ (২৫)।


তদন্তে জানা গেছে, রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। তার সহযোগী ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। সিয়াম ও সাদাব সংগঠনটির সদস্য। আমিনুল ইসলাম বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।


চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর সংগঠন থেকে রিয়াদসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


তদন্ত কর্মকর্তারা বলছেন, এ চক্রটির সদস্য সংখ্যা ৮ থেকে ১০ জনের মতো এবং রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে আসছিল। আরও ভুক্তভোগীদের শনাক্তের চেষ্টা চলছে।


আরএক্স/