আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭ পিএম, ৩১শে জুলাই ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন পাঁচ-ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আগামী পাঁচ-ছয়দিনে আমরা স্পষ্ট করে বুঝতে পারব—দেশ কোন দিকে যাচ্ছে। তবে যাই হোক না কেন, নির্বাচনের সময়সূচি পিছিয়ে যাবে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একেবারেই অনড়।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
বর্তমান সরকারের কার্যক্রমের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই সরকার দায়িত্ব নিয়েছে এক রকম ক্ষতিগ্রস্ত অবস্থায়। সেখান থেকে তুলনামূলকভাবে অন্তর্বর্তী সরকার ইতিবাচকভাবে এগিয়ে যেতে পেরেছে।”
চাঁদাবাজি রোধে সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, “চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রমাণ মিললে যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, তা সে যেই হোক না কেন।”
এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহ ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে হতাশাও প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই—এটি অত্যন্ত দুঃখজনক বিষয়।”
নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কয়েকটি দিন গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
