নির্বাচনের ঘোষণা শিগগিরই, সব প্রস্তুতি সম্পন্ন: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ৩১শে জুলাই ২০২৫

জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে। সবাই যাতে ভোট দিতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে ভয়াবহ তথ্য রয়েছে, তবে এবার নির্বাচন হবে অনেক ভালো ও অংশগ্রহণমূলক।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার নানা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ডিজিটালাইজেশন জোরদার করা হয়েছে।”
হয়রানিমূলক মামলা প্রত্যাহার নিয়ে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, “সরকার ইতোমধ্যে প্রায় ১৬ হাজার রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। এতে হাজার হাজার রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ মুক্তি পেয়েছেন।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে যে সব সংস্কারমূলক কার্যক্রম শুরু হয়েছে, তা ভবিষ্যত সরকারও অব্যাহত রাখবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
