সৌদিতে শ্রমিক সুরক্ষা নিয়ে চুক্তির পথে বাংলাদেশ: আসিফ নজরুল


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৪৯ পিএম, ২রা আগস্ট ২০২৫


সৌদিতে শ্রমিক সুরক্ষা নিয়ে চুক্তির পথে বাংলাদেশ: আসিফ নজরুল
উপদেষ্টা ড. আসিফ নজরুল

রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।


প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে বাংলাদেশ। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।


তিনি বলেন, “অতীতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে এমন চুক্তি করেনি। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও এ ধরনের চুক্তি নেই। এই চুক্তি হলে সৌদিতে কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার হবে।”


উপদেষ্টা আরও বলেন, “এই চুক্তি বিগত সরকারও করতে চেয়েছিল, পারেনি। আমরা তা করতে যাচ্ছি। এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি হবে।”


সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে আমরা প্রক্রিয়াকে আরও সহজ করেছি। মন্ত্রণালয়ে ডিজিটাল পদ্ধতি চালু করেছি। নতুন যারা বিদেশে যাবেন, তারা এর সুবিধা বুঝতে পারবেন।”


বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে ড. আসিফ নজরুল বলেন, “বিদেশ মানেই স্বর্গ নয়। যাওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাবেন। অনেক সময় দেখা যায়, ৮-৯ লাখ টাকা খরচ করে কেউ এমন জায়গায় যায়, যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থাও নেই। আমি নিজ চোখে সৌদি আরবে এমন অবস্থা দেখেছি, যেটা বাংলাদেশের খারাপ বস্তিতেও নেই।”


তিনি আরও বলেন, “আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে, সেটা দিয়ে দেশে ছোটখাটো ব্যবসা করলেও চলা যায়। দেশে তো ১৮ কোটি মানুষ, এত ভোক্তা— একটা দোকান দিলেও চলে। আমি কাউকে নিরুৎসাহিত করছি না, শুধু বলছি মরিয়া হয়ে যেন কেউ ভুল পথে না যায়।”


বিদেশে যাওয়ার সময় প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “৯৯ শতাংশ শ্রমিক সৎ ও পরিশ্রমী। কিন্তু বাকি ১ শতাংশ নানা ঘটনায় জড়িয়ে পড়ে, যা সবার কষ্ট বাড়িয়ে দেয়। এতে দেশ থেকেও লোক পাঠানো কঠিন হয়ে পড়ে।”


সবশেষে ড. আসিফ নজরুল বলেন, “অবৈধভাবে থাকা প্রবাসীদের বৈধতার জন্য আমরা কাজ করছি। আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সেক্টরে আরও উন্নয়ন হবে।”