কবে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ পিএম, ২রা আগস্ট ২০২৫


কবে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা
ছবি: জনবাণী

আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে সারাদেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।


শনিবার (২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।


তবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 


আবহাওয়া অফিস জানায়, আগামী রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার (৩, ৪,  ৫, ও ৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 


সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।