৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে ‘জুলাই ঘোষণাপত্র’: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ২রা আগস্ট ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ ৫ আগস্ট কিংবা তার আগেই প্রকাশিত হতে পারে।
শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ‘পুনর্জাগরণ র্যালি’ শেষে সমাপনী বক্তব্যে এ তথ্য জানান তিনি।
মাহফুজ আলম বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে আমাদের রূপকল্প, আকাঙ্ক্ষা এবং ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ইতোমধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। “৫ আগস্টের মধ্যেই আপনারা এটি দেখতে পাবেন। আজকেও (২ আগস্ট) এটি প্রকাশিত হতে পারে। আমরা প্রস্তুত,” — বলেন উপদেষ্টা।
তিনি জানান, “যারা গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন, এই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের ঐতিহাসিক ভূমিকার একটি দালিলিক স্বীকৃতি থাকবে। কেন সেই অভ্যুত্থান ঘটেছিল, আমরা কী পরিবর্তন চেয়েছিলাম, কোথায় যাচ্ছি—এসব প্রশ্নের উত্তর থাকবে এই ঘোষণাপত্রে।”
মাহফুজ আলম আরও বলেন, “বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলো বাস্তবায়নের পথে রয়েছে। সব হয়নি, তবে অনেক দূর এগিয়েছি।”
এর আগের দিন, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। এটি ৫ আগস্টের মধ্যেই ঘোষণা করা হবে। এই ইস্যুকে গণআকাঙ্ক্ষার অংশ হিসেবে ধরে রাখায় সবাইকে ধন্যবাদ।”
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’। অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি এর চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রকে ঘিরে নতুন রাজনৈতিক পথনকশা এবং জাতীয় ঐক্যের বার্তা আসার সম্ভাবনাই দেখছেন বিশ্লেষকরা।
আরএক্স/