বৃষ্টি থামাতে পারেনি ছাত্রদলকে, জনস্রোতে শাহবাগে গর্জন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ৩রা আগস্ট ২০২৫


বৃষ্টি থামাতে পারেনি ছাত্রদলকে, জনস্রোতে শাহবাগে গর্জন
সংগৃহীত ছবি।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। দুপুরে হঠাৎ বৃষ্টির পরও নেতাকর্মীদের দৃঢ় অবস্থান আর সমাবেশের প্রতি অটুট অঙ্গীকারে জনস্রোতে পরিণত হয়েছে শাহবাগ এলাকা।


বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। দুপুরে হঠাৎ বৃষ্টির পরও নেতাকর্মীদের দৃঢ় অবস্থান আর সমাবেশের প্রতি অটুট অঙ্গীকারে জনস্রোতে পরিণত হয়েছে শাহবাগ এলাকা।


রবিবার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়। এতে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।


মাইকে রাকিবকে বলতে শোনা যায়, ‘যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো।’


এই ঘোষণার পর নেতাকর্মীরা আবারও সারিবদ্ধভাবে অবস্থান নেন এবং সমাবেশ চালিয়ে যান।


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। আরও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এসডি/