হাসপাতালে জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:১৭ পিএম, ৩রা আগস্ট ২০২৫


হাসপাতালে জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান
ছবি সংগৃহীত

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


রোববার (৩ আগস্ট) সকালে তার পক্ষ থেকে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং হাবিব উন নবী খান সোহেল। তারা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শফিকুর রহমানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।


এ সময় এ্যানি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।”


জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির নেতারা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের হাতে ফুলের তোড়া তুলে দেন।


শনিবার  (২ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।