ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: সভাপতি রাকিবুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪১ পিএম, ৩রা আগস্ট ২০২৫


ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: সভাপতি রাকিবুল
ছবি: জান্নাতুর রহমান পাপ্পা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, দেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে সক্ষম—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


রবিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।


রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, তবে সারাদেশে অবরোধসহ যে কোনো কঠোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারবে ছাত্রদল।”


এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।


সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুরুতেই বিগত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাকর্মীদের স্মরণ করা হয়। নাছির বলেন, “স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, এমনকি সাবেক সভাপতি ইলিয়াস আলী পর্যন্ত গুম-খুনের শিকার হয়েছেন।”


সমাবেশে অংশগ্রহণকারীদের অনেককেই মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের ব্যান্ড পরে দেখা যায়। কারও হাতে ছিল বিএনপি ও ছাত্রদলের পতাকা। তারা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন নানা স্লোগানে সমাবেশ প্রকম্পিত করেন।


অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতারা জানান, তাঁরা রাজপথে থেকে সরকার পতনে ভূমিকা রাখতে প্রস্তুত।


আরএক্স/