জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এ্যানির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ৩রা আগস্ট ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে—বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। আন্দোলনের মূল আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অংশগ্রহণকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “তৎকালীন সময়েও রাজনৈতিক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। নানা নির্যাতন সত্ত্বেও তারা জুলাই আন্দোলন সফল করতে সক্ষম হয়েছেন।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন প্রমাণ করেছে, হেলমেটবাহিনী ছাত্রলীগের এ দেশে কোনো অবস্থান নেই। আর যদি শেখ হাসিনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না।”
সব রাজনৈতিক দলকে উদ্দেশ করে এ্যানি বলেন, “জুলাই-আগস্টের জাতীয় প্রত্যাশা পূরণে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
