ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ৩রা আগস্ট ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাকে সরিয়ে দেওয়ার মতো কিছু না, বরং তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করা দরকার। ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম। সেই বন্ধুত্ব বাড়াতে হলে তাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রববিার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদারের পরিচালনায় ‘৩৬ জুলাই: স্টেট ভার্সেস পিপল’ শিরোনামে প্রামাণ্যচিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
একই অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রের ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, জুলাইতে আমি দেখতে পাই প্রতিবেশী রাষ্ট্রের চরিত্রটা দানবীয় চরিত্র নিচ্ছে। প্রতিবেশী দেশে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, দেখে মনে হলো কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই আমি এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করি।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
