নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:২৪ পিএম, ৩রা আগস্ট ২০২৫


নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রত্যেকটা সংকট এবং সমাধানের পথ আমরা খুঁজে নেবো।


রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশস্থলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।


আখতার আরও বলেন, নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ।


নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে এনসিপি। বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।


সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।