রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানব না: তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

রাষ্ট্রের মৌলিক কাঠামোতে সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন,যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানব না।
তিনি আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না।
এ সময় প্রশ্ন রেখে এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলেন, পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
