বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া জুলাই ও আগস্ট মাসে নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ উত্তোলন শুরু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে আদালতের অনুমতি নিয়ে এ কার্যক্রম শুরু হবে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, অজ্ঞাতনামা এসব লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতেই লাশ উত্তোলন করা হচ্ছে। প্রতিটি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। পরে তা আত্মীয়স্বজনদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
তিনি আরও জানান, এই প্রক্রিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত হচ্ছে। ফরেনসিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে সিআইডির বিশেষজ্ঞ দল। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞরাও এতে অংশ নিচ্ছেন।
এর আগে, গত ২ আগস্ট রায়েরবাজার গণকবর এলাকা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ওই কবরস্থানে অন্তত ১১৪টি কবর রয়েছে, যাদের মধ্যে অনেকেরই পরিচয় অজানা। আগে নিহতদের আত্মীয়স্বজনরা লাশ উত্তোলনে রাজি না থাকলেও এখন সম্মতি দিয়েছেন বলেই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, “ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। কেউ যদি মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিতে চান, তাও অনুমোদন দেওয়া হবে।”
উল্লেখ্য, চলতি বছরের জুলাই ও আগস্টে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় নিহত হয়ে অনেক অজ্ঞাতপরিচয় মানুষকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
আরএক্স/