সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাবের একটি কক্ষে তাকে নির্জীব অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপি সূত্রে জানা গেছে, রবিবার (৩ আগস্ট) রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য ওঠেন। সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ দিকে খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবের সেই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম অবস্থান করছে।
উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। চাকরি থেকে অবসরের পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।
এসডি/