দেশব্যাপী ‘বিজয় র্যালি’ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৪ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

আওয়ামী শাসনের 'ফ্যাসিবাদী' পতনের স্মারক হিসেবে 'বিজয় স্মারক' হিসেবে আগামী ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৪ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট দেশের সব থানা, উপজেলায় ও ৬ আগস্ট সব জেলা, মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। তবে, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র্যালি বের হবে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এ র্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন
তিনি বলেন, আওয়ামী স্বৈরতন্ত্রের পতন এই দেশের মানুষের সংগ্রামী ঐক্যের ফসল। বিজয়ের চেতনাকে আরও ছড়িয়ে দিতে সকলকে রাজপথে থাকতে হবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
