ড. ইউনূস-আনোয়ারের সম্পর্ক কাজে লাগাতে চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৮ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


ড. ইউনূস-আনোয়ারের সম্পর্ক কাজে লাগাতে চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ড. ইউনূসের ব্যক্তি সম্পর্ক কাজে লাগিয়ে এ সফরে ভালো কিছু আশা করছে সরকার।


সোমবার (০৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


আরও পড়ুন: মঙ্গলবার বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে চুক্তি স্বাক্ষর হবে কিনা, জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, চুক্তি সই হবে কিনা এটা এখনই বলা কঠিন। তবে আমরা আশাবাদী যে অনেক সমস্যা আমরা দূর করতে পারব। কারণ, এটি সর্বোচ্চ পর্যায়ের সফর। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি  আছে, আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব।  


পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা। এটি হবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর।


এমএল/