গাজীপুরে আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জাসাসের বিজয় মিছিল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৫ পিএম, ৫ই আগস্ট ২০২৫

আগস্ট বিপ্লব ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিজয় মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা জাসাসের উদ্যোগে চেরাগ আলী মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা জাসাসের আহ্বায়ক মাগফুরুল হক তানশির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) অধ্যাপক আসাদুজ্জামান আকাশ।
সমাবেশটি পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর মাস্টার। এতে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা জাসাসের আহ্বায়ক খায়রুল বাশার, টঙ্গী পশ্চিমের যুগ্ম আহ্বায়ক হেলাল মাস্টার, সাইফুল ইসলাম জীবন, বদিউর রহমান, আনোয়ারসহ শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক রাজিব খান।
বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অফিস সহায়কদের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার প্রদান, জুলাই যোদ্ধাদের ক্ষোভ

জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কিশোরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, টঙ্গীতে কবর জিয়ারতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
