দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ চক্রবর্তী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১১ পিএম, ৫ই আগস্ট ২০২৫


দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ চক্রবর্তী
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর আবারও একমঞ্চে হাজির টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। 


এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) আয়োজিত হয় ট্রেলার লঞ্চ অনুষ্ঠান, যেখানে হাজির ছিলেন সিনেমার প্রধান দুই চরিত্র দেব ও শুভশ্রী।


অনুষ্ঠানে একে অপরের সঙ্গে খুনসুটিতে মাতেন তারা। পুরোনো স্মৃতিতে ফিরেও যান কিছুটা। দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয় ভক্তরাও। তবে স্বাভাবিকভাবেই অনুপস্থিত ছিলেন শুভশ্রীর বর্তমান স্বামী এবং প্রখ্যাত নির্মাতা রাজ চক্রবর্তী। অনেকেই জানতে চেয়েছেন, এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজ কেন উপস্থিত ছিলেন না?


এই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেন রাজ। জানান, “আমার অনেক কাজ ছিল, মিটিং ছিল। তাছাড়া আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই। আমি তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে নয় যে আমাকে থাকতে হবে। ছবির সঙ্গে যারা যুক্ত, তারাই ছিল।”


রাজ স্পষ্টভাবে জানান, দেব-শুভশ্রীর পুনর্মিলন নিয়ে তার মনে কোনো জড়তা বা অনিশ্চয়তা নেই। বরং তিনি বলেন, “পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে—এতদিন পর ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাই বড় খবর।”


শুভশ্রী ও দেবের পুরোনো সম্পর্ক নিয়ে রাজ বলেন, “দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রত্যেকেরই অতীত থাকে। আপনারও থাকতে পারে। সেটা নিয়ে কথা বললে আপনি কি ভালো বোধ করবেন? অতীত নিয়ে কথা বলাটা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। বরং অনেক স্মৃতি, অনেক ইতিবাচক দিক থাকে। তাই হয়তো সোমবারের অনুষ্ঠান এত সুন্দর আর সফল হয়েছে। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।”


রাজের এই পরিণত ও প্রশংসাযোগ্য মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। এখন দেখার পালা—দীর্ঘ অপেক্ষার পর ‘ধূমকেতু’ দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে।


আরএক্স/