স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর মুখ খুললেন বুবলী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৬ পিএম, ৫ই আগস্ট ২০২৫


স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর মুখ খুললেন বুবলী
ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানোর সময় তোলা তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে তা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা।


ছবিগুলোতে শাকিব ও বুবলীকে দেখা যায় একে অপরের পাশে বেশ স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভঙ্গিতে। এতে ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের অনেকে ধরে নেন, হয়তো পুরনো সম্পর্কে নতুন মোড় এসেছে। এই অবস্থায় নায়িকা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া নিয়েও শুরু হয় আলোচনা। যদিও শুরুতে তিনি নীরব থাকলেও পরে জানান, এ বিষয়ে তিনি আগেই ১৫ জুন একটি ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।


এদিকে, শাকিব-বুবলীর একসঙ্গে থাকার ছবিগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। বন্ধু দিবসে (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি পোস্ট করেন সেই ছবিগুলো এবং লেখেন, “শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কী যে ভালো লাগল।”


তিনি আরও লেখেন, “কিছু সম্পর্কের টান এমনই হয়, সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না… এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে, আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু বেশি পরিণত, অনেক বেশি আপন।”


চয়নিকার এই আবেগঘন পোস্টের নিচে প্রতিক্রিয়া জানান বুবলীও। এটাই ছিল ছবিগুলো ছড়িয়ে পড়ার পর তার প্রথম প্রকাশ্য মন্তব্য। মন্তব্যের ঘরে তিনি লিখেন, “আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।”


চয়নিকার মতো অনেকেই আশা করছেন, সন্তানের স্বার্থে এই তারকা দম্পতির সম্পর্ক আরও দৃঢ় হবে। আর ভক্তরা অপেক্ষায় আছেন—এই নতুন অধ্যায়ের পর্দা কখন পুরোপুরি উঠবে।


আরএক্স/