পদযাত্রায় টায়ার্ড, একটু সাগরপাড়ে ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৫ই আগস্ট ২০২৫

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গোপন বৈঠকের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে পুরোপুরি "ভিত্তিহীন" বলে দাবি করেছেন এনসিপি নেতারা। তারা বলছেন, কোনো বৈঠক নয়, নেতারা কক্সবাজারে এসেছেন অবকাশ যাপন করতে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে বলেন, “পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।”
এ বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রা করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জাস্ট একটু সাগর পাড়ে আসছি। বাট এখানে এসে হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি।”
তিনি আরও বলেন, “এখানে আইসা শুনছি যে পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতে আসছি। এ রকম হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকত। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই নেই। এটা মিডিয়া প্রোপাগান্ডা।”
এদিকে আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকার ঘোষিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিতে আজ ঢাকায় জমায়েত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-জনতা। অথচ এমন দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে অবস্থান করছেন—এতে জনমনে কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ কক্সবাজারে অবস্থান করছেন। আর ঠিক একই সময় বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায় যে, পিটার হাস কক্সবাজারে আছেন এবং তিনি সেখানে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের প্রেসিডেন্ট ও সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে (ঢাকায়) যাবে। প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।”
উল্লেখ্য, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন—এত গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে কি না।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
