অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৮ই আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছি।
শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: সাংবাদিককে কুপিয়ে হত্যা জাতির জন্য অশনি সংকেত: গোলাম পরওয়ার
এ সময় নুর বলেন, যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে- তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।
তিনি বলেন, আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।
আরও পড়ুন: কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ
আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নূর বলেন, আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি।
জুলাইয়ের ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো কোনো দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ১৬ বছরের অত্যাচার, গুম খুনের।
এমএল/