নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৯ই আগস্ট ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী গাজা সিটি দখলের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। তবে এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও ইরাক।
শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানাচ্ছে। রিয়াদ অভিযোগ করেছে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ ও জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একইভাবে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, এ পদক্ষেপ গাজায় ক্ষুধার নীতি, বাস্তুচ্যুতকরণ এবং গণহত্যার অংশ—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করেছে।
সৌদি আরব ও ইরাকের এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক মহল গাজায় ইসরায়েলের পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে।
সূত্র: এএফপি, শাফাক নিউজ
আরএক্স/