মাজার-মসজিদে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩০ পিএম, ১০ই আগস্ট ২০২৫


মাজার-মসজিদে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
পাগলা মসজিদ পরিদর্শন কালে। ছবি:প্রতিনিধি

বাংলাদেশের ঐতিহাসিক পাগলা মসজিদে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ১০ তলা মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।


রবিবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


ধর্ম উপদেষ্টা বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে ৫.৫ একর আয়তনের পাগলা মসজিদের সঙ্গে অতিরিক্ত জায়গা অধিগ্রহণ করে এ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এখানে অনাথ ও এতিম শিশুদের জন্য পাঠদানের ব্যবস্থা, ধর্মীয় ও মাদ্রাসা শিক্ষা, সমৃদ্ধ লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, আইটি সেকশনসহ আধুনিক সব সুযোগ থাকবে। এর নকশা তৈরি করবে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।


তিনি জানান, মসজিদটির স্থাপত্য হবে আধুনিক তুরস্কের একটি দৃষ্টিনন্দন মসজিদের আদলে, যা বিখ্যাত একটি সরু নৌপথের পাশের স্থাপনা। বর্তমানে মসজিদের ১৩টি ব্যাংক একাউন্টে মোট ৯০ কোটি ৬৪ লাখ টাকা এফডিআর আকারে রয়েছে। আরও প্রায় ৬০–৬৫ কোটি টাকা নিয়ে এই মসজিদের জন্য ব্যয় করা হবে।


২০২৪-২৫ অর্থবছরে মসজিদের লভ্যাংশ থেকে প্রায় ৮০ লাখ টাকা দেশের বিভিন্ন জেলায় অসহায়, অনাথ, ক্যান্সার আক্রান্ত ও প্যারালাইজড রোগীদের সহায়তায় ব্যয় হবে। ভবিষ্যতে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদেরও এ তহবিল থেকে সহযোগিতা করা হবে।


ধর্ম উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট আছে।


এসময় তিনি মসজিদ ও মাজার কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান এবং সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। ইতোমধ্যে এ ধরনের ঘটনায় একাধিক মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।



এসডি/