অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনে অর্থনীতি বিপর্যয়মুক্ত : সিপিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১০ই আগস্ট ২০২৫

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের কারণে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সিপিডি ডায়ালগে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ বিভিন্ন রাজনীতিক ও ব্যবসায়ী।
ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক খাত সংস্কার অন্যতম বড় পদক্ষেপ ছিল। এর ফলে রেমিট্যান্স ও রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে এবং অর্থনীতি বড় ধরণের পতন থেকে রক্ষা পেয়েছে। তবে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ এবং কর্মসংস্থান কমে গেছে এবং রাজস্ব আহরণ বাড়েনি। তাই আগামী ছয় মাস ও নতুন সরকারকে এসব বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য যেসব সহায়তা কর্মসূচি চালু আছে সেগুলো অব্যাহত রাখতে হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তৎপর হতে হবে। বিনিয়োগে স্থবিরতা কাটাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তী সরকারের সময় নতুন করে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা কম, তবুও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যাতে পরবর্তী সরকার সহজে বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।
ফাহমিদা খাতুন বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫-৬ মাসে সংস্কারের কাজ কতটা বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। তবে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলোকে সংরক্ষণ ও চালিয়ে যেতে হবে যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং দেশের অগ্রগতি সম্ভব হয়।
আরএক্স/