ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১০ই আগস্ট ২০২৫


ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদেমানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। 


রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সারাদেশে সাংবাদিক সমাজের নিরাপত্তায় সরাসরি আঘাত। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই প্রতিনধি আব্দুর রশিদ তুষার এবং সঞ্চালনা করেন ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।


এ সময় উপস্থিত ছিলেন- কালের কন্ঠের প্রতিনিধি আবু হাসান, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান স্বপন, ধামরাই রিপোর্টাস ক্লাবের সভাপতি আদনান হোসেন, আরটিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল, কালবেলার প্রতিনিধি খালেদ বিন আব্দুল আজিজ, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি সাফায়েত খান ওপেল, সাংবাদিক সম্রাট আলাউদ্দিন, সাংবাদিক রাসেল হোসেন প্রমুখ। 


এসডি/