শ্রীপুরে বিরল নজির, বিএনপি ও যুবদলের সাইনিং পাওয়ার এক হাতে, অপেক্ষায় ত্যাগী নেতারা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪০ পিএম, ১০ই আগস্ট ২০২৫

বছরের পর বছর মাঠে থেকে বিএনপি ও সহযোগী সংগঠন যুবদলের হাজারো নেতা-কর্মী নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন। অনেকেই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় দিন গুনছেন। এরই মধ্যে গাজীপুরের শ্রীপুরে বিরল এক ঘটনার জন্ম হয়েছে—বিএনপি ও যুবদলের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে একই ব্যক্তিকে রাখা হয়েছে, আর উভয় পদেই রয়েছে সাইনিং পাওয়ার।
দলীয় সূত্র জানায়, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আনোয়ার হোসেন ব্যাপারী একই সঙ্গে শ্রীপুর পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। দলের ইতিহাসে এক ব্যক্তির হাতে একই সময়ে দুটি সাইনিং পাওয়ার থাকা খুব কমই দেখা গেছে।
আনোয়ার হোসেন ব্যাপারী বলেন, ‘দুটি পদেই আছি, তবে জেলা যুবদলের দায়িত্বে তেমন সক্রিয় নই।’
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল ব্যাপারী জানান, ‘ঘটনা সত্য। দুটি পদের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।’
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘আনোয়ার ব্যাপারী দুটি পদেই আছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
স্থানীয় ত্যাগী নেতারা মনে করছেন, শ্রীপুরে অসংখ্য নেতা-কর্মী বছরের পর বছর দলীয় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে হাইকমান্ড সুযোগ দিলে তারাও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন বলে প্রত্যাশা করছেন।
এসডি/