বিএনপি উপদেষ্টাদের সততার প্রতি পূর্ণ আস্থা রাখছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ১০ই আগস্ট ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
শনিবার (০৯ আগস্ট) রাতে দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ভারতে বসে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা আব্বাস
বিএনপি মহাসচিব বলেন, একটি গণমাধ্যমে নাম প্রকাশ না করে একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে— আটজন উপদেষ্টা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। এটি সম্পূর্ণভাবে আমাদের (বিএনপির) বক্তব্য নয় এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও স্পষ্ট করে বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে সম্মান করে এবং তাদের সততার ওপর পূর্ণ আস্থা রাখে। ওই অভিযোগ যদি কোনো সাবেক সচিব করে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত, যার দায় সম্পূর্ণভাবে তার নিজের ওপর বর্তায়।
আরও পড়ুন: দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন
এর আগে, ওই দিন ঢাকার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি এবং ব্যবস্থা না নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি: সালাহউদ্দিন আহমেদ

শ্রীপুরে বিরল নজির, বিএনপি ও যুবদলের সাইনিং পাওয়ার এক হাতে, অপেক্ষায় ত্যাগী নেতারা

ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
