বনির জন্মদিনে আবেগঘন পোস্ট কৌশানি মুখার্জির


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০৪ পিএম, ১০ই আগস্ট ২০২৫


বনির জন্মদিনে আবেগঘন পোস্ট কৌশানি মুখার্জির
ছবি: সংগৃৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তের জন্মদিনে প্রেমিকা ও অভিনেত্রী কৌশানি মুখার্জি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দিয়েছেন। বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কৌশানি তাদের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।


কৌশানি তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘শুভ জন্মদিন। তোমার জীবনের সব কিছুর জন্য মঙ্গল কামনা করছি। অবিরাম হাসি, আড্ডা, নাচ, খুনসুটি, ডেট। একসঙ্গে আরও অ্যাডভেঞ্চার, স্মৃতি তৈরি করা এবং জীবনের পথে হাতে হাত ধরে হাঁটার জন্য শুভকামনা। আগামী বছরটি তোমার জন্য সেরা হোক।’


আরও পড়ুন: এই ভালোবাসার পোযে কারণে দেব-শুভশ্রীর প্রেম বিচ্ছেদে রুপ নেয়


পোস্ট দেখে অনুরাগীরা যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি বনি নিজেও মুগ্ধ হয়ে রিপ্লাই করেছেন, ‘আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’ শুধু অনুরাগীরাই নন, টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অনেক তারকাও বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।


প্রসঙ্গত, টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানির প্রেম কাহিনী বহু পুরোনো। ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে তাদের দু’জনের একসঙ্গে পথচলা শুরু হয়। সিনেমার সেটে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে সেই পর্দার প্রেম বাস্তবে রূপ নেয়। সম্প্রতি তারা নিজেদের প্রযোজনা সংস্থাও খুলেছেন।


এমএল/