ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ আসামির হাজিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ পিএম, ১২ই আগস্ট ২০২৫

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এছাড়া ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকসহ আরও চার জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তিন মামলায় মোট ১৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এসএ/