রাতের আধারে দেখা করতে গিয়ে প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৯ পিএম, ১৩ই আগস্ট ২০২৫


রাতের আধারে দেখা করতে গিয়ে প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক!
সংগৃহীত ছবি।

সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এক অদ্ভুত প্রেমঘটিত কাণ্ড। রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ। দীর্ঘ আড্ডার পর সেই প্রেমিকার ঘরেই ঘুমিয়ে পড়েন তিনি। 


কিন্তু গল্পে মোড় নেয় ভোরবেলায় ঘুম ভাঙতেই তরুণ ধরা পড়ে যান প্রেমিকার পরিবারের হাতে। মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।


ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘রঞ্জিত সিংহ’ নামের এক অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়। যদিও কোথায় এবং কবে ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, তরুণকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। প্রথমে রাজি না থাকলেও চাপের মুখে অবশেষে বিয়ে মেনে নেন তিনি। ভিডিওতে তার মুখে অনীহা ও বিরক্তি স্পষ্ট।


এখন পর্যন্ত এ ভিডিওটি প্রায় তিন লাখ বার দেখা হয়েছে, লাইক ও কমেন্টের ঝড় বইছে। নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, দুঃসাহসিকতার পরিণতি। আবার কেউ মন্তব্য করেছেন, প্রেম করলে এরকমই ঝুঁকি নিতে হয়।


আবার কেউ কেউ লিখেছেন, এ জন্যই আমি প্রেম থেকে দূরে থাকতে চাই।


সূত্র: আনন্দবাজার ডট কম


এসডি/